ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা দেশজুড়ে

২০২৫ এপ্রিল ১৭ ১১:৪১:২১
ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা দেশজুড়ে

ডুয়া ডেস্ক: আগামী ১ মে থেকে দেশব্যাপী সব ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, প্রান্তিক খামারিরা গত দুই মাসে প্রায় ১,২৬০ কোটি টাকার লোকসানে পড়েছেন। রমজান ও ঈদ মৌসুমেও প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করে প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান গুনতে হয়েছে, যার মাসিক পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। পাশাপাশি প্রতিদিন উৎপাদিত ৩ কোটি ডিমে ২ টাকা করে ক্ষতিতে আরও ৩৬০ কোটি টাকা লোকসান হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নীরবতার সুযোগে কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প নিয়ন্ত্রণের চেষ্টায় নেমেছে। কাঁচামাল থেকে শুরু করে ডিম ও মুরগির বাজার—সবকিছু নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে তারা। ফলে প্রান্তিক খামারিরা বাধ্য হচ্ছেন ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর শর্ত মেনে চলতে।

সুমন হাওলাদার বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন পর্যন্ত সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেয় ততদিন আমাদের আন্দোলন চলবে।”

তিনি আরও জানান, খামারিরা প্রতিটি ব্রয়লার মুরগি উৎপাদন করছেন ১৬০–১৭০ টাকায়, অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২০–১২৫ টাকায়। ডিমের ক্ষেত্রেও ১০–১০.৫০ টাকা খরচে উৎপাদিত ডিম বিক্রি হচ্ছে ৮–৮.৫০ টাকায়। এর দায় কর্পোরেট কোম্পানির একচেটিয়া বাজার দখলের।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ১০ দফা দাবি তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:

১. জাতীয়ভাবে পোল্ট্রি পণ্যের মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও মূল্য নির্ধারণ কমিটি গঠন

২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধে কঠোর আইন

৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন

৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারি পুনর্বাসন প্যাকেজ

৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান

৬. কোম্পানিগুলোকে শুধুমাত্র কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা

৭. কোম্পানির খামার ও কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধ ঘোষণা

৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা

৯. ডিম-মুরগির রপ্তানি বৃদ্ধি

১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন

এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে