ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার ‘রেলপথ ব্লকেড’ ঘোষণা

২০২৫ এপ্রিল ১৬ ২২:৪৩:৩০
বৃহস্পতিবার ‘রেলপথ ব্লকেড’ ঘোষণা

ডুয়া নিউজ: ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশব্যাপী রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন। একইসঙ্গে তারা আজকের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, “কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।”

এ সময় তিনি দেশের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান।

জানা গেছে, সকালে আন্দোলনকারীরা মাঠে অবস্থান নিলেও দুপুরের পর বৃষ্টির কারণে অনেকেই স্থান ত্যাগ করেন। পরে তারা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেন। তবে কিছু শিক্ষার্থী বৃষ্টিতে ভিজেই সড়ক অবরোধ চালিয়ে যান। তারা সাতরাস্তার মোড়সহ আশেপাশের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো সড়ক এলাকা ফাঁকা পড়ে থাকে।

এর আগে, দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে ফ্লাইওভারের নিচে জোহরের নামাজ আদায় করেন। সকাল থেকেই আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে আরও কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ঘোষণা দেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

তাদের এমন ঘোষণা সত্ত্বেও এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে আলোচনা করেননি। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চাইলে খুব সহজেই রাস্তা ফাঁকা করা সম্ভব। তবে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে বলপ্রয়োগ না করার ব্যাপারে ওপর মহলের নির্দেশ থাকায় তারা লাঠিচার্জ করছেন না।

এদিকে, সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন। যানবাহন না চলায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা হন, যাদের মধ্যে অসুস্থ রোগীও ছিলেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে ট্রাফিক পুলিশ নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য ডাইভারশন চালু করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে