ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নির্দেশনা

২০২৫ এপ্রিল ১৬ ২০:১৬:৫৭
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নির্দেশনা

ডুয়া নিউজ: অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কর্মকর্তারা বিদেশ সফরে স্বামী, স্ত্রী বা সন্তানকে সঙ্গে নিতে পারবেন না। পাশাপাশি, কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হলেও, বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে সামনে আসে।

পরিপত্রে বলা হয়েছে, ‘কোনো ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা বা সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না।’

এতে আরও বলা হয়, ‘সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্বামী, স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে