ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিশ্বের সবচেয়ে ঘৃ’ণিত ১০ দেশের মধ্যে ভারত

২০২৫ এপ্রিল ১৬ ১৯:৪২:০৫
বিশ্বের সবচেয়ে ঘৃ’ণিত ১০ দেশের মধ্যে ভারত

ডুয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে ঘৃণিত ১০ দেশের তালিকায় উঠে এসেছে ভারতের নাম। এ তালিকায় আরও রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং উত্তর কোরিয়া—যার নেতৃত্বে আছেন কিম জং উন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি গবেষণা।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উদ্ধৃতি দিয়ে জানা গেছে, এই র‌্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক নানা প্রতিবেদন এবং জনমত জরিপের সমন্বয়ে। এতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকারের প্রতি মানুষের হতাশা ও ক্ষোভের প্রতিফলন উঠে এসেছে।

তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনসহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন, কড়া সেন্সরশিপ, পরিবেশ দূষণে ভূমিকা এবং উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর দমন-পীড়নের কারণে বিশ্বজুড়ে ক্ষোভ বেড়েছে। পাশাপাশি, হংকং, তাইওয়ান ও ম্যাকাও–সংক্রান্ত চীনের কঠোর অবস্থানও আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের দুই পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের শাসিত রাষ্ট্রটি তার স্বেচ্ছাচারী নেতৃত্ব এবং পারমাণবিক কর্মসূচির জন্য সমালোচিত।

পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েল, গাজায় চলমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ইরান ও ইরাক। এসব দেশে রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বহু বছর ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।

তালিকার নবম স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। আর দশম স্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত, যার বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা, মানবাধিকার ইস্যু এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে