ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধান উপদেষ্টার কাছে মার্কিন নিরাপর্তা উপদেষ্টার ফোন; যে কথা হলো

২০২৪ ডিসেম্বর ২৪ ১১:২১:৪৩
প্রধান উপদেষ্টার কাছে মার্কিন নিরাপর্তা উপদেষ্টার ফোন; যে কথা হলো

ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় উভয়ে মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক সুলিভান। এ ছাড়া ফোনালাপের সময় জাতি–ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেসব মোকাবিলায় যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন জানিয়ে যাবে।

হোয়াইট হাউস জানিয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এ ছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে