ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচক পতনের মূল কারণ ৮ কোম্পানি

২০২৫ এপ্রিল ১৬ ১৮:৪৯:০৭
শেয়ারবাজার: সূচক পতনের মূল কারণ ৮ কোম্পানি

ডুয়া নিউজ : বুধবার (১৬ এপ্রিল) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৬ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। লংকাবাংলা ফাইন্যান্স এনালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এই পতনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে ৮টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো: বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)।

আজ এই ৮টি কোম্পানি ডিএসইর সূচক প্রায় ২২ পয়েন্ট কমিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বেক্সিমকো ফার্মা, যার শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা কমায় সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংক শেয়ার দর ৭০ পয়সা কমলে সূচক কমেছে ৪ দশমিক ১৮ পয়েন্ট।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ৩ দশমিক ৭২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২ দশমিক ৫১ পয়েন্ট, লাফার্জ হোলসিম ২ দশমিক ০১ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ দশমিক ৯৬ পয়েন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন ১ দশমিক ৪৩ পয়েন্ট এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) ১ দশমিক ০২ পয়েন্ট সূচক পতনে অবদান রেখেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে