ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জনসভায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করলেন বাইডেন

২০২৫ এপ্রিল ১৬ ১৭:২৯:১২
জনসভায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করলেন বাইডেন

ডুয়া ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সামাজিক সুরক্ষা বিষয়ক নীতির কড়া সমালোচনা করেছেন। মঙ্গলবার শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ক্ষমতায় এসেই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে।”

প্রেসিডেন্ট পদ ছাড়ার পর এটিই ছিল বাইডেনের প্রথম জনসভা। বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, ট্রাম্প প্রশাসন সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে।

তিনি অভিযোগ করেন, ইলন মাস্কের পরামর্শে নতুন সরকার ব্যাপক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এতে লক্ষাধিক আমেরিকান, যারা সরকারের সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল, তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষ বছরে সরকারিভাবে ভাতা পান, যার জন্য সরকারকে খরচ করতে হয় প্রায় এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।

বাইডেন বলেন, “সামাজিক সুরক্ষা শুধু একটি সরকারি নীতিই নয়, বরং এটি দেশের প্রতি এক ধরনের দায়িত্ববোধ।” ট্রাম্পের নাম উল্লেখ না করেই তাকে ‘এই লোক’ বলে সম্বোধন করে বাইডেন বলেন, “এই লোক মাত্র ১০০ দিনের মধ্যেই ভয়াবহ ক্ষতি করেছে।”

বক্তব্যের সময় বার্ধক্যজনিত কারণে কয়েকবার থেমে যেতে দেখা যায় বাইডেনকে। এ কারণেই তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে না থাকার ঘোষণা দিয়েছেন।

এদিকে, বাইডেনের সমালোচনার জবাবে ট্রাম্প প্রশাসনের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প করদাতা নাগরিকদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক নিরাপত্তা খর্বের কোনো প্রশ্নই আসে না।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে