ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

২০২৫ এপ্রিল ১৬ ১৬:৫৩:৫২
মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

ডুয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের বাসভবনে।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলটির দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।

এ বৈঠকে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ ও মধ্য এশিয়া) নিকোল চুলিক ছাড়াও উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী মাইকেল অ্যান্ড্রেস কামেরাস, ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত মিগান বোলদিন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে