ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা

২০২৫ এপ্রিল ১৬ ১৬:৪৪:২০
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে অতিরিক্ত ২,০০০ কোটি টাকার ব্যয় বেড়েছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের একপেশে শুল্কারোপের বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে দেখছেন। দেশটি বাংলাদেশের রপ্তানির পণ্য থেকে এক বিলিয়ন ডলার শুল্ক আয় করে। তার পরও তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে।”

এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এর বিপরীতে আমদানি ৮০ থেকে ৯০ বিলিয়ন ডলার। আর এই ঘাটতি মেটাতে সাহায্য করে রেমিট্যান্স।”

অর্থপাচার বন্ধ হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ আসছে বলেও জানান তিনি।

এ সময় সয়াবিনের বাড়তি দাম প্রসঙ্গে তিনি বলেন, “রাজস্ব বাড়াতেই ১৪ টাকা দাম সমন্বয় করতে হয়েছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে