ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নতুন নাটকে সজল-জারা জয়া-দিলারা জামান

২০২৪ ডিসেম্বর ০৫ ১১:১৭:৩৮
নতুন নাটকে সজল-জারা জয়া-দিলারা জামান

অভিনয়ে একুশে পদক পেয়েছেন গুণী অভিনেত্রী দিলারা জামান। নাটকের বিভিন্ন চরিত্রে তাকে প্রাণবন্ত অভিনয় করতে দেখা যায়।

কয়েক মাস আগে ‘প্রেম দিওয়ানা দাদী’ নামে একটি নাটকে অভিনয় করেছেন দিলারা জামান। নাটকের নাম ভূমিকায় আছেন তিনি।

নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে আরো আছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল ও এ প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এ নাটকে অভিনয় করেছি। গল্পটা পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে, কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে তো সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে, পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয় আরো ভালো করার। সজল ও জারা জয়ার জন্য শুভকামনা রইল।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে