ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বৈধতা হারানো দল আ.লীগ, আচরণ হিটলারের কাছাকাছি : দুদু

২০২৫ এপ্রিল ১৬ ১৪:৫৫:০২
বৈধতা হারানো দল আ.লীগ, আচরণ হিটলারের কাছাকাছি : দুদু

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এখন আর জনগণের কাছে বৈধ কোনো রাজনৈতিক দল নয় বরং তাদের কার্যকলাপ অনেকটা হিটলারের নাৎসি দলের মতো হয়ে উঠেছে।

দেশ টিভির একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন নিজেদের মতো করে ঝটিকা মিছিল বা নানা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তবে এসবের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নেই। এমনকি দলটির নিজেদের কাছেও এসব কর্মকাণ্ড খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে মনে হয়।”

সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কঠোর হতে হবে।”

তিনি আরও বলেন, “যদি একজন খুনিকে বিচারিক প্রক্রিয়ার বাইরে রাখা হয় তাহলে যারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায় তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আজ এসব অপরাধী অবাধে ঘুরে বেড়াচ্ছে।”

আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, “আজ তারা আর একটি স্বাভাবিক রাজনৈতিক দল নয়। তারা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তাদের কার্যকলাপ নাৎসি দলের মতো। যেমন হিটলারের দলের সদস্যদের বিশ্বব্যাপী কোথাও পাওয়া গেলে জার্মানিতে বিচার করা হয়—ঠিক তেমন প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রেও একদিন উঠতে পারে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে