ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার’

২০২৫ এপ্রিল ১৬ ১৪:৩৩:০১
‘৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার’

ডুয়া ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়েছিল। সেই ধ্বংসাবশেষ থেকেই আমরা এখন অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছি।”

বাণিজ্য উপদেষ্টা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে দেশের সামগ্রিক অর্থনীতি চাপে পড়েছে। তবে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দুই মাসের মধ্যে বোরো ধান বাজারে আসলে চালের দামে স্থিতিশীলতা আসবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়েও তিনি কথা বলেন। শেখ বশিরউদ্দীন জানান, “যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্ক আরোপ করেছে। আমদানি কম, রফতানি বেশি—এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। শুল্ক ইস্যুতে আলোচনার জন্য সরকারের একটি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবে।”

তিনি আরও বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে ব্যবসায়িক খরচ ২ হাজার কোটি টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার এই খরচ শূন্যে আনার চেষ্টা করছে।

বাণিজ্য উপদেষ্টা এও জানান, পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো বড় ধরনের সমস্যা নেই। দেশের স্বার্থেই সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক বজায় রাখা হবে বলে তিনি মন্তব্য করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে