ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঢাকায় আসলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

২০২৫ এপ্রিল ১৬ ১৩:৫৪:১০
ঢাকায় আসলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ডুয়া ডেস্ক: তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে স্থবির হয়ে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন করে সচল করতে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। ব্যবসা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতা বাড়িয়ে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশও। এই প্রেক্ষাপটেই প্রায় ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এই সফরের মূল লক্ষ্য হলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের বিষয়বস্তু ও কর্মসূচি চূড়ান্ত করা। তিনি চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।

খসড়া সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আমনা বালুচ। দুপুরের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দিনশেষে বারিধারায় তার সম্মানে আয়োজিত এক বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পারস্পরিক সংযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে