ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮৫টি কবর

২০২৫ এপ্রিল ১৬ ১২:০৬:৪২
যুক্তরাজ্যে মুসলিমদের কবরস্থান ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৮৫টি কবর

ডুয়া ডেস্ক : যুক্তরাজ্যের হ্যারো এলাকায় কারপেন্ডার্স পার্কের একটি মুসলিম কবরস্থানে চালানো হয়েছে বর্বর হামলা। অজ্ঞাত দুর্বৃত্তদের এই হামলায় ভাঙচুরের শিকার হয়েছে অন্তত ৮৫টি কবর। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসলামবিদ্বেষ থেকে উৎসারিত ঘৃণার কারণেই পরিকল্পিতভাবে চালানো হয়েছে এই তাণ্ডব। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই শিশু ও কিশোরদের। ঘটনায় তদন্ত শুরু করা হলেও এখনো হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে মুসলিমরা বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইউরোপজুড়ে ইসলামবিদ্বেষমূলক কর্মকাণ্ডও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে