ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

২০২৫ এপ্রিল ১৬ ১২:০৬:২৭
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কোর কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

ডুয়া ডেস্ক: আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভাগ ও জেলা পর্যায়ে গঠিত কোর কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. মামুন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও এ নির্দেশনার অনুলিপি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে ওই কমিটিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও কার্যক্রমে নির্বাচন কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশ নেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে