ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সুখবর পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন

২০২৫ এপ্রিল ১৬ ১১:৩৯:০০
সুখবর পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ডুয়া ডেস্ক: দেশের ফুটবলের উন্নয়নে এবার বড় এক অগ্রগতি হয়েছে। প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি বিশেষ করে হামজার মতো প্রতিভাবান ফুটবলারের আগমনের পর ইতিবাচক ফল পেতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি এবার অবকাঠামো উন্নয়নের দিকেও এসেছে দারুণ সুখবর।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের বাজেটে ৬৩ শতাংশ বাড়িয়ে বাফুফেকে স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে ২.৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। যা দেশের বিভিন্ন মাঠ ও স্টেডিয়াম আধুনিকায়নে ব্যয় করা হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এএফসির ৩৫তম কংগ্রেসে এই ঘোষণা আসে, যা বাংলাদেশ ফুটবলের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

আগে প্রতিবছর ৫ লাখ ডলার পেত বাফুফে, যা এবারো অব্যাহত থাকছে। তবে আলাদাভাবে অবকাঠামো উন্নয়নের জন্য এবারই প্রথম এতো বড় অঙ্কের অনুদান পাচ্ছে বাংলাদেশ।

বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি বলেন, “এএফসি আমাদের প্রতি আস্থা রেখেছে। আগের মতোই আমরা বার্ষিক অনুদান পাচ্ছি, পাশাপাশি এবার ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছি স্টেডিয়াম উন্নয়নের জন্য। এটা দেশের ফুটবলের জন্য অনেক বড় সুযোগ।”

এদিকে কক্সবাজারে বাফুফের ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে। যদিও ফিফার অর্থে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, “একটি প্রজেক্টের অর্থ আরেকটি প্রজেক্টে ব্যয় করা যায় না। জমি হাতে পেলেই আমরা কাজ শুরু করব। এ নিয়ে কক্সবাজারের ডিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

পরবর্তী কার্যনির্বাহী সভায় এসব প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে বাফুফে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে