ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা, ৬ দফা দাবিতে আন্দোলন

২০২৫ এপ্রিল ১৬ ১১:২৪:২৮
সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীরা, ৬ দফা দাবিতে আন্দোলন

ডুয়া ডেস্ক: ছয় দফা দাবির প্রেক্ষিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার আগে থেকেই তারা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অবিলম্বে তাদের পূর্বঘোষিত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, “আমরা আগে ছয় দফা দাবি তুলেছিলাম। এবার সেই দাবির সঙ্গে আরও একটি নতুন দাবি যুক্ত হয়েছে। সেটি হলো—ল্যাব অ্যাসিস্ট্যান্টদের ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমরা চাই না কেউ পিয়ন হিসেবে চাকরি শুরু করে পরে আমাদের শিক্ষক হয়ে যান।”

তিনি আরও বলেন, “আমাদের এই যৌক্তিক আন্দোলনে অনেক শিক্ষকও সংহতি প্রকাশ করেছেন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে