ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বাতিলের সুপারিশ ট্রাম্প প্রশাসনের

২০২৫ এপ্রিল ১৬ ১১:১৩:২২
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বাতিলের সুপারিশ ট্রাম্প প্রশাসনের

ডুয়া ডেস্ক: ট্রাম্প প্রশাসন বৈদেশিক কূটনৈতিক কার্যক্রমের বাজেটে নজিরবিহীনভাবে বড় ধরনের কাটছাঁটের প্রস্তাব দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন পুরোপুরি বন্ধের সুপারিশ করেছে মার্কিন ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় (OMB)। বিষয়টি উঠে এসেছে আসন্ন বাজেট বর্ষের খসড়া পরিকল্পনায়, যা রয়টার্স পর্যালোচনা করেছে।

খসড়া প্রস্তাবে শুধু পররাষ্ট্র দপ্তর নয়, বিদেশি মিশন, জাতিসংঘ এর অঙ্গসংগঠন এবং ন্যাটোর জন্য বরাদ্দ ৫০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক শান্তিরক্ষা, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের জন্য তহবিল কমানোর কথাও বলা হয়েছে। এতে ফুলব্রাইট প্রোগ্রামের মতো দীর্ঘদিনের মর্যাদাপূর্ণ বৃত্তিও বাতিলের মুখে পড়তে পারে।

প্রস্তাবিত এই বাজেট ছাঁটাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা একে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে অভিহিত করেছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলেছেন, এই পরিকল্পনা চীনা কমিউনিস্ট পার্টির জন্য যেন এক ‘বড় উপহার’।

প্রস্তাবে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ইরিত্রিয়া, লুক্সেমবার্গ, দক্ষিণ সুদান, মাল্টা, স্কটল্যান্ড এবং ইতালিতে অবস্থিত কনস্যুলেটগুলো। ফ্রান্সে পাঁচটি এবং জার্মানিতে দুটি কনস্যুলেট বন্ধের সুপারিশও করা হয়েছে।

এছাড়াও মোগাদিশু (সোমালিয়া) এবং ইরাকের মার্কিন দূতাবাসগুলোর আকার ছোট করার পরিকল্পনাও রয়েছে। যেগুলোকে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কূটনৈতিক মিশন হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কর্মসূচিগুলোর বাজেটও ব্যাপকভাবে কমানো হচ্ছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID)–এর মাধ্যমে পরিচালিত সহায়তা ৩৮.৩ বিলিয়ন ডলার থেকে ১৬.৯ বিলিয়নে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এমনকি USAID ইতোমধ্যেই হাজার হাজার কর্মী ছাঁটাই এবং পাঁচ হাজারের বেশি প্রকল্প বন্ধ করেছে।

নতুন পরিকল্পনায় ওআইসিডি ও ইউনিসেফের মতো সংস্থায় যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংশ্লিষ্ট শহরের দূতাবাসে একীভূত করার প্রস্তাবও রয়েছে। এছাড়া কানাডার মন্ট্রিয়াল ও হ্যালিফ্যাক্সে কনস্যুলেট ছোট করে আনার সুপারিশ করা হয়েছে, যেখানে সীমিত কূটনৈতিক তৎপরতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

এই বাজেট প্রস্তাবনা বাস্তবায়িত হলে তা বৈশ্বিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং প্রভাব অনেকটাই সীমিত হয়ে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর