ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিশ্বজুড়ে বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!

২০২৫ এপ্রিল ১৬ ১০:৫৩:০২
ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিশ্বজুড়ে বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!

ডুয়া ডেস্ক: বিজ্ঞানীরা সতর্ক করেছেন, পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে একটি শক্তিশালী সৌরঝড়। যেকোনো সময় এই সৌরঝড় আঘাত হানতে পারে। এর ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বিশ্বজুড়ে।

গবেষকদের মতে, এমন বড় মাপের সৌরঝড় পৃথিবীতে সবশেষ আঘাত হেনেছিল প্রায় ১,২৫০ বছর আগে। সেই ঐতিহাসিক ঘটনাটি ‘মিয়াকি ইভেন্ট’ নামে পরিচিত। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এবারকার ঝড়টি সেই মিয়াকি ইভেন্টের মতোই ভয়াবহ হতে পারে।

যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন, “মিয়াকি ইভেন্টের মতো আরেকটি সৌরঝড় বৈশ্বিক পরিসরে বিপর্যয় সৃষ্টি করতে পারে। এটি বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।”

ওয়েন্স জানান, এমন সৌরঝড় আগে থেকে শনাক্ত করা খুব কঠিন। সর্বোচ্চ ১৮ ঘণ্টা আগে পূর্বাভাস পাওয়া সম্ভব হতে পারে। যদি এই সৌরঝড় স্যাটেলাইটগুলোর ওপর প্রভাব ফেলে তবে বিমান চলাচল, জিপিএস, মোবাইল যোগাযোগসহ অনেক পরিষেবা স্থবির হয়ে পড়তে পারে।

প্রসঙ্গত, ১৮৫৯ সালে পৃথিবীতে আঘাত হানা ‘ক্যারিংটন ইভেন্ট’ ছিল এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। সেই সময় বিশ্বের টেলিগ্রাফ ব্যবস্থা ভেঙে পড়ে। আর এবার যে সৌরঝড়ের কথা বলা হচ্ছে তা ক্যারিংটন ইভেন্টের চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

তথ্য: ডেইলি মেইল

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে