ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

২০২৫ এপ্রিল ১৬ ১০:০৩:১৩
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

ডুয়া ডেস্ক: আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে বুধবার (১৬ এপ্রিল) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২১ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল বাঘলান শহর থেকে প্রায় ১৬৪ কিলোমিটার পূর্বে। প্রাথমিকভাবে EMSC এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ হিসেবে উল্লেখ করলেও পরে তা সংশোধন করে ৫.৬ জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির ইতিহাসে একাধিক ভয়াবহ ভূমিকম্পের নজির রয়েছে। গত তিন দশকে ভূমিকম্পজনিত কারণে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

১৯৯১ সালে হিন্দুকুশ অঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাণ হারান ৮৪৮ জন। পরে ১৯৯৭ সালে ইরানের খোরাসান প্রদেশের কায়েন শহরে ৭.২ মাত্রার ভূমিকম্পে দুই দেশে নিহত হন ১ হাজার ৫০০ জনের বেশি এবং ধ্বংস হয় ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি।

১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে তাখার প্রদেশে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে প্রাণ হারান প্রায় ৪ হাজার মানুষ, যার মধ্যে শুধু আফগানিস্তানেই মারা যান প্রায় ২ হাজার ৩০০ জন।

এখন পর্যন্ত হিন্দুকুশের এই সাম্প্রতিক ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য না মিললেও আফগানিস্তানের জন্য এটি আবারও একটি সতর্কবার্তা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে