ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার উন্নয়নে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

২০২৫ এপ্রিল ১৫ ২৩:১৫:৪৫
শেয়ারবাজার উন্নয়নে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামীকাল (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে শেয়ারবাজার সংশ্লিষ্ট শীর্ষ ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসইসিকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং দেশের শেয়ারবাজার উন্নয়নের পথ সুগম করা।

বৈঠকে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়াও উপস্থিত থাকবেন শেয়ারবাজার উন্নয়ন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।

বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য শীর্ষস্থানীয় বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি।

বিএসইসি সংশ্লিষ্ট সকল পক্ষকে ইতোমধ্যেই চিঠির মাধ্যমে বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। এটি শেয়ারবাজার উন্নয়নে গঠিত কমিটির তৃতীয় বৈঠক, যা কমিশনকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলারের মাধ্যমে এই ৪ সদস্যের কমিটি গঠন করে। এর নেতৃত্বে রয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।

কমিটির লক্ষ্য হলো— দেশের পুঁজিবাজারের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা উপস্থাপন এবং বিএসইসিকে একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থায় রূপান্তরিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে