ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হার্ম রিডাকশন ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ

জনস্বাস্থ্য নীতিকে আরও জনবান্ধব করার প্রস্তাব

২০২৫ এপ্রিল ১৫ ২২:৩৭:৪৬
জনস্বাস্থ্য নীতিকে আরও জনবান্ধব করার প্রস্তাব

ডুয়া নিউজ: বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উদ্যোগে অনুষ্ঠিত নীতিনির্ধারণী সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য ও নিরাপত্তার তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু—পরিবেশ-অবাঞ্ছিত কীটনাশক ব্যবহার, তামাকের ক্ষতিহ্রাস এবং সড়ক নিরাপত্তা—নিয়ে বিশদ আলোচনা হয়।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এটি ছিল ২০২৫ সালের শুরুতে গঠিত বিএইচআরএফ-এর প্রথম বড় আয়োজন।

আলোচনার সূচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. মো. শরীফুল ইসলাম দুলু। তিনি বলেন, “হার্ম রিডাকশন কোনো বিলাসিতা নয়, বরং সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। সমাজ, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের একত্র করে এমন সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য, যা বাস্তবভিত্তিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর।”

কৃষি খাতে কীটনাশক ব্যবহারের প্রসঙ্গে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার দেবাশীষ চ্যাটার্জি বলেন, “অসুরক্ষিত কীটনাশক এখনও কৃষক ও পরিবেশের জন্য বড় হুমকি। এটি মোকাবেলায় প্রশিক্ষণ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনায় রোড সেফটি অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনা আজও বাংলাদেশের জন্য বড় জনস্বাস্থ্য সংকট। কেবল যানবাহনের দিকেই নজর দিলে চলবে না, চালকের দক্ষতা, নিরাপদ অবকাঠামো ও ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগও জরুরি।”

আন্তর্জাতিক হার্ম রিডাকশন বিশেষজ্ঞ ডা. ডেলন হিউম্যান তামাক নিয়ন্ত্রণে প্রচলিত নিষেধের বাইরে গিয়ে বিকল্প ও নিরাপদ পন্থার ওপর জোর দেন। তিনি বলেন, “নিয়ন্ত্রণের প্রচলিত পদ্ধতির পাশাপাশি সাশ্রয়ী ও নিরাপদ বিকল্প নিকোটিন পণ্য বিবেচনায় নেওয়া হলে জনস্বাস্থ্য অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।”

সংবাদ সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বিএইচআরএফ-এর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে