ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু

২০২৫ এপ্রিল ১৫ ২১:৩৩:১১
প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু

ডুয়া নিউজ: বাংলাদেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ইউনিভার্সেল অ্যাকসেপ্টেন্স (ইউএ) ডে-২০২৫ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘বিটিআরসি.বাংলা’ ডোমেইনে কমিশনের ওয়েবসাইট ও ই-মেইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

এই উদ্যোগের ফলে এখন থেকে ই-মেইল ঠিকানায় ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার করার সুযোগ তৈরি হচ্ছে। এটি ডিজিটাল অন্তর্ভুক্তি ও মাতৃভাষার ডিজিটাল ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষে বিটিআরসি ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)-এর যৌথ আয়োজনে এবং আইসিএএনএন-এর (ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরস) সহযোগিতায় বিটিআরসি ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞ, গবেষক এবং টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অংশীজন অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, “বিশ্বে মাত্র ১৬ শতাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন, অথচ ৪৯ দশমিক ২ শতাংশ ইন্টারনেট কনটেন্ট ইংরেজিতে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য নিজ ভাষায় ডিজিটাল সুবিধা নিশ্চিত করা জরুরি।”

মামুনুর রশীদ আরও বলেন, ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো হলে তা দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।

বিটিআরসির উপপরিচালক ড. শামসুজ্জোহা জানান, “২০২৬ সাল থেকে নতুন করে টপ লেভেল ডোমেইন বরাদ্দ শুরু হবে। এতে বাংলাদেশের উদ্যোক্তারা বড় ধরনের সুযোগ পাবেন।”

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, “যোগাযোগের জন্য মাতৃভাষার বিকল্প নেই। ডিজিটাল বৈষম্য কমাতে কানেক্টিভিটি ও ইন্টারনেট ব্যবহারে ব্যবধান দূর করতে হবে।”

তিনি আরও বলেন, “অনেক সময় সামাজিক ও সাংস্কৃতিক বিষয় অন্য ভাষায় ঠিকভাবে প্রকাশ করা যায় না। তাই ইন্টারনেটে মাতৃভাষার ব্যবহার বাড়ানো প্রয়োজন।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে