ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচক পড়লেও সার্কিট ব্রেকারে তিনটি ‘জেড’ শেয়ার

২০২৫ এপ্রিল ১৫ ১৮:২১:৩২
শেয়ারবাজার: সূচক পড়লেও সার্কিট ব্রেকারে তিনটি ‘জেড’ শেয়ার

ডুয়া ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের পতন দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ৭৭ পয়েন্ট। তবে এমন পতনের দিনেও বাজারে ইতিবাচক দিকও ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৬টি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড (লেনদেন স্থগিত) হয়ে গেছে। এর মধ্যে তিনটি কোম্পানি রয়েছে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত।

হল্টেড হওয়া ৬ কোম্পানি হলো— রংপুর ফাউন্ড্রি, এটলাস বাংলাদেশ, মিডল্যান্ড ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেস্বর, এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।

এর মধ্যে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো— এটলাস বাংলাদেশ, ফারইস্ট ফাইন্যান্স এবং রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এটলাস বাংলাদেশ:

আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ৪৯ টাকা ৩০ পয়সা দরে। লেনদেন শুরুর পরপরই শেয়ারদর বেড়ে দিনের সর্বোচ্চ ৫৪ টাকা ৭০ পয়সায় পৌঁছায় এবং সেখানেই লেনদেন হল্টেড হয়ে যায়। মাত্র ১০ কার্যদিবস আগে, ২৪ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ৫০ পয়সা। এই সময়ের মধ্যে দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স:

আজকের শুরুতে শেয়ারদর ছিল ৩ টাকা ৩০ পয়সা। লেনদেনের একপর্যায়ে এটি বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৫০ পয়সায়, যা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা। দশ কার্যদিবস আগে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে দর বেড়েছে ৩০ পয়সা।

রেনউইক যজ্ঞেস্বর:

কোম্পানিটির শেয়ারদর দিন শুরু হয়েছিল ৬৩২ টাকা ৮০ পয়সা থেকে। প্রথম ঘণ্টার মধ্যেই দর বেড়ে ৭৭৬ টাকা ২০ পয়সায় গিয়ে ঠেকে এবং সেখানেই হল্টেড হয়ে যায়। মাত্র ১০ কর্মদিবসে শেয়ার দর বেড়েছে ১৪৫ টাকা ৪০ পয়সা। ২৪ মার্চ রেনউইকের শেয়ার দর ছিল ৬৩০ টাকা ৮০ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে