ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

তালা ভেঙে হলে ঢুকছে শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি

২০২৫ এপ্রিল ১৫ ১৬:০১:১৮
তালা ভেঙে হলে ঢুকছে শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী আন্দোলন। মঙ্গলবার দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ছয় দফা দাবি থেকে সরে এসে এখন একমাত্র দাবি হিসেবে উপাচার্যের অপসারণ চাইছেন।

লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বরং উল্টো ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার পেছনে তাঁর মদদ রয়েছে। এছাড়া তিনি বহিষ্কারসহ নানা ধরনের দমনমূলক ব্যবস্থা নিয়েছেন। এসব কারণেই আমরা এখন একমাত্র দাবি জানাচ্ছি—বর্তমান উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ।”

তারা আরও জানান, নতুন উপাচার্যের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তাঁদের।

ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হলগুলোর সামনে জড়ো হয়ে তালা খুলে হলে প্রবেশ করেন। প্রথমে খান জাহান আলী হলের ফটকের তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন। পরে একে একে অন্যান্য হলগুলোর তালাও খুলে ফেলা হয়। শিক্ষার্থীদের এই পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “হলে হলে তালা ভাঙছি আমরা। রাস্তায় রক্ত দিয়েছি, হলে ফিরে যেতেই হবে। মামলা, হামলা বা বহিষ্কার দিয়ে আমাদের দাবি-দাওয়া দমন করা যাবে না। কুয়েট ভিসি মাস্ট স্টেপ ডাউন।”

বর্তমানে ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং অবস্থান ছাড়বেন না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে