ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচকের উত্থানে শুরু, দিন শেষ পতনে

২০২৫ এপ্রিল ১৫ ১৪:৫৬:৪৯
শেয়ারবাজার: সূচকের উত্থানে শুরু, দিন শেষ পতনে

ডুয়া নিউজ : ​আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল সূচকের উত্থানে, তবে দিন শেষে তা পতনে রূপ নেয়। সকালে বিনিয়োগকারীদের আগ্রহে সূচক কিছুটা বাড়লেও, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রয় চাপে বাজার নিম্নমুখী হয়ে পড়ে। ফলে দিনের শেষে সূচক আগের দিনের তুলনায় কমে যায়।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬৬পয়েন্ট কমে ৫ হাজার ১৩২ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১০ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ দশমিক ৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৩ দশমিক ৪৫ পয়েন্টে।

তবে সূচক কমলেও আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৩১ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৮১ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০ দশমিক ৭৩ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর