ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিসিবিতে অভিযানে দুদক

২০২৫ এপ্রিল ১৫ ১৩:৩৩:৪৮
বিসিবিতে অভিযানে দুদক

ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিন সদস্যের একটি বিশেষ টিম এ অভিযান শুরু করে।

সূত্র জানায়, দুদকের দলটি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে টিকিট বিক্রির প্রক্রিয়ায় কী ধরনের অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিপিএলের আয়োজনে দুর্নীতির প্রমাণ খুঁজে বের করতে নথিপত্র পর্যালোচনা করছে দুদক।

এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরেও কিছু অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও দুদক আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, যে বা যারাই এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে