ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক বুধবার

২০২৫ এপ্রিল ১৫ ১৩:১১:০৯
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক বুধবার

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে অংশ নেবে। দলের অনুরোধের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি, নির্বাচন সংশ্লিষ্ট বিভ্রান্তি দূরীকরণ এবং সরকারের নির্বাচনী মনোভাব স্পষ্ট করার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বিস্তারিত কথা বলার পরিকল্পনা রয়েছে বিএনপি নেতাদের।

এ ছাড়া আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক সংস্কার ও জাতীয় ঐকমত্য গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে