ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের শুল্কনীতি বাতিলে মার্কিন আদালতে একাধিক মামলা

২০২৫ এপ্রিল ১৫ ১২:৩৮:২৩
ট্রাম্পের শুল্কনীতি বাতিলে মার্কিন আদালতে একাধিক মামলা

ডুয়া ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। পাঁচটি আমদানিকারক সংস্থার পক্ষে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক আইনি সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। এর শুনানি হবে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে।

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেন। এ পদক্ষেপকে তিনি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার অংশ’ হিসেবে ব্যাখ্যা করেন। তবে ১০ এপ্রিল তিনি চীন ছাড়া অন্য সব দেশের জন্য সেই শুল্ক স্থগিত করলেও ইতোমধ্যে বৈশ্বিক বাজারে ব্যাপক প্রভাব পড়ে গেছে। শেয়ারবাজারে অস্থিরতা ও বড় ধরনের মূল্যহ্রাসে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

লিবার্টি জাস্টিস সেন্টারের সিনিয়র অ্যাটর্নি জেফ্রি শোয়াব বলেন,

“এত বড় বৈশ্বিক প্রভাব ফেলতে পারে—এমন শুল্ক আরোপের ক্ষমতা কারও একক হাতে থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কর কিংবা শুল্ক নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।”

রয়টার্স যখন হোয়াইট হাউসের মন্তব্য জানতে চায় তখন প্রেসিডেন্টের মুখপাত্র বলেন,

“ট্রাম্প যা করেন তার বিরোধীরা সব সময়ই সেটাকে খারাপভাবে ব্যাখ্যা করে। বাস্তবতা হলো, বহু দেশ—বিশেষ করে চীন—যুক্তরাষ্ট্রের বাজারকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। প্রেসিডেন্ট শুধু একটা সমতা নির্ভর বাণিজ্য পরিবেশ তৈরি করতে চেয়েছেন।”

এদিকে চীনের ওপর আরোপিত শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশে উন্নীত করেছেন ট্রাম্প, যা নিয়েও আদালতে মামলা হয়েছে। একই দিনে ফ্লোরিডার ফেডারেল আদালতেও পৃথকভাবে মামলা করেছেন আমদানিকারক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা চীনের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিতের দাবি জানিয়েছেন।

এই আইনি লড়াই মার্কিন নীতিনির্ধারণ এবং বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে