ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজধানীসহ সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

২০২৫ এপ্রিল ১৫ ১১:৪৬:১৫
রাজধানীসহ সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

ডুয়া ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ বিরাজমান রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপের একটি বাড়তি অংশ বিস্তৃত রয়েছে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালীতে বর্তমানে যে মৃদু তাপপ্রবাহ বইছে তা কিছু এলাকায় কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পর্যন্ত কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে