ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দিলো মিশর, হামাসের প্রত্যাখ্যান

২০২৫ এপ্রিল ১৫ ০৯:২৯:১০
নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দিলো মিশর, হামাসের প্রত্যাখ্যান

ডুয়া ডেস্ক: ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে। এর অন্যতম শর্ত হলো হামাসের নিরস্ত্রীকরণ। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা জানান, মিশরের দেওয়া প্রস্তাবে ‘প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার’ বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় তারা বিস্মিত হয়েছেন। তিনি বলেন, "মিশরের পক্ষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে হামাস অস্ত্র ত্যাগ না করলে যুদ্ধবিরতির কোনো চুক্তি সম্ভব নয়।"

হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের অস্ত্র ত্যাগের আলোচনা মেনে নেবে না। ওই কর্মকর্তা আরও বলেন, “হামাসের অস্ত্র কোনো আলোচনার বিষয় নয়।”

ইসরাইল বারবার বলে আসছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে পরাজিত করতে হবে—যার অংশ হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, প্রায় ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে মার্চের মাঝামাঝিতে এসে তারা আবারও গাজায় বিমান হামলা শুরু করে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ১১৫ জন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে