ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক

২০২৫ এপ্রিল ১৫ ০৯:১৯:১৮
সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-তুরস্ক

ডুয়া ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যৌথ উদ্যোগ গ্রহণে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ লক্ষ্যে সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাক্ষাতের তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেছে। অমীমাংসিত ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং সম্ভাবনাময় খাতগুলোতে একযোগে কাজ করার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে এটি হতে পারে একটি ইতিবাচক মোড়, যেখানে দুই দেশ বিভিন্ন খাতে পারস্পরিক সহায়তা ও অংশীদারিত্ব আরও গভীর করবে। তুরস্কের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশের জন্য উন্মুক্ত হতে পারে এমন সহযোগিতার সুযোগ, যা সাধারণত তুরস্কের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর জন্য বরাদ্দ থাকে।

প্রসঙ্গত, ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ অংশ নিতে দুই উপদেষ্টা বর্তমানে তুরস্ক সফরে রয়েছেন। সোমবার দিবাগত রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে