ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ই’সরায়েলি মিডিয়ায় ফের বাংলাদেশ প্রসঙ্গ

২০২৫ এপ্রিল ১৪ ২২:৩২:৪৮
ই’সরায়েলি মিডিয়ায় ফের বাংলাদেশ প্রসঙ্গ

ডুয়া ডেস্ক: গত ১২ এপ্রিল (শনিবার) ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করে ইসরায়েলি মিডিয়ার খবরে উঠে আসে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতা দিয়ে পেটানোর খবর উঠে আসে দেশটির গণমাধ্যমে। এবার বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তাতে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। দেশটিতে ইসরায়েল একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে এক লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বাধা দিচ্ছে।

এর আগে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।’ অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যাবে।

কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয় : ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপনে আগের লেখা ফিরিয়ে আনার তথ্য জানা যায়। রোববার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।

উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে