ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নববর্ষে ঢাকার আকাশে ড্রোন শো; জায়গা পেল আবু সাঈদ-মুগ্ধরা

২০২৫ এপ্রিল ১৪ ২১:১৪:১৬
নববর্ষে ঢাকার আকাশে ড্রোন শো; জায়গা পেল আবু সাঈদ-মুগ্ধরা

ডুয়া নিউজ: বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় একটি ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যার পর ঢাকার আকাশকে করে তোলে বর্ণিল ও প্রাণবন্ত। হাজারো দর্শক সেই মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করেন।

আজ সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই শোর আয়োজন করা হয় বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায়।

ড্রোন শোটিতে স্থান পায় বিভিন্ন প্রতীকী উপস্থাপনা—যেমন: ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের চিত্র, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য একাত্মতা প্রকাশের দৃশ্য। এ ছাড়া শোতে বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তাও তুলে ধরা হয়।

ড্রোন শোর মাধ্যমে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদ, জুলাই আন্দোলন এবং গণঅভ্যুত্থানের প্রসঙ্গও প্রতীকীভাবে উপস্থাপিত হয়।

এর আগে বিকেলে অনুষ্ঠিত হয় বৈশাখী কনসার্ট। বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের গানের দল ‘বেসিক গিটার লার্নিং স্কুল’ পরিবেশন করে আয়োজনের সূচনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি-বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানটিতে যোগ দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে