ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সম্পর্কের বরফ গলছে ভারত-চীনের

২০২৫ এপ্রিল ১৪ ২০:৫৫:৩০
সম্পর্কের বরফ গলছে ভারত-চীনের

ডুয়া ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আকাশপথে যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনায় বসেছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ—ভারত ও চীন। ইতোমধ্যে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে প্রাথমিক পর্যায়ে এক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিমান পরিষেবা শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

সোমবার (১৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, হিমালয় সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক বরফ গলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নয়াদিল্লি ও বেইজিং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে বাণিজ্য ও অর্থনৈতিক বিরোধ নিরসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয় দুই দেশ। এ পদক্ষেপে দ্বিপাক্ষিক বিমান খাত শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষত কোভিড-১৯ মহামারির পর থেকে যাত্রী পরিবহনের দিক থেকে পিছিয়ে থাকা চীনের জন্য এটি পুনরুদ্ধারে বড় সুযোগ হতে পারে।

নয়াদিল্লিতে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক সম্মেলনে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সেক্রেটারি ভামলুনমং ভুয়ালনাম জানান, চীনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের এক দফা বৈঠক হয়েছে। তবে এখনও কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে, যেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, ২০২০ সালে হিমালয় সংলগ্ন সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের চার সেনা সদস্য প্রাণ হারান। এর জেরে নয়াদিল্লি চীনা বিনিয়োগকারী কোম্পানিগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করে, অনেক জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। যদিও কার্গো ফ্লাইট তখনও অব্যাহত ছিল।

পরবর্তীতে গত বছরের অক্টোবরে সীমান্তে সামরিক অচলাবস্থা নিরসনে একটি চুক্তিতে পৌঁছায় দুই দেশ। এই চুক্তির পর থেকেই ধীরে ধীরে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে শুরু করে। একই মাসে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি বৈঠকও অনুষ্ঠিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে