ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বৈশাখ অনুষ্ঠানের সহযোগিতায়

ঢাবি অ্যালামনাই-কে ১ লক্ষ টাকা অনুদান দিলেন শিল্পী রানী 

২০২৫ এপ্রিল ১৪ ২০:১২:৪৭
ঢাবি অ্যালামনাই-কে ১ লক্ষ টাকা অনুদান দিলেন শিল্পী রানী 

ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) কর্তৃক আয়োজিত বৈশাখী মিলনমেলা-২০২৫ উপলক্ষে সংগঠনের সদস্য শিল্পী রানী দত্ত ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বর্ণিল পরিবেশে বৈশাখী মেলার আয়োজন করা হবে।

রবিবার (১৩ এপ্রিল) ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর হাতে অনুদানের টাকা তুলে দেন শিল্পী রানী দত্ত।

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, আবদুস সাত্তার মিয়াজী, মো. বায়েজীদ বোস্তামী, নিলোফার চৌধুরী মনি, সুপ্রিয়া দাস, পারভীন সুলতানা রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।

শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী শিল্পী রানী দত্তের এ স্বতঃস্ফূর্ত উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, "বাংলা নববর্ষের এ আনন্দময় মুহূর্তে শিল্পী রানীর আর্থিক সহায়তা আমাদের জন্য উৎসাহব্যঞ্জক এবং আনন্দের। এ অনুদান আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা আশা করি, অন্যান্য সদস্যরাও রানী দত্তের মতো আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন।”

প্রসঙ্গত, শিল্পী রানী দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি একজন সমাজকর্মী। নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি গাজীপুরের বেশ কয়েকটি স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে