ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রবাসীদের জন্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা

২০২৫ এপ্রিল ১৪ ১৯:৫০:৩৮
প্রবাসীদের জন্য সব বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা

ডুয়া নিউজ: প্রবাসীরা এখন থেকে বাংলাদেশে সব ধরনের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক রোববার (১৩ এপ্রিল) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসীদের নামে খোলা বৈদেশিক হিসাবের ক্ষেত্রে সুদের হার বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

এতদিন প্রবাসীরা শুধুমাত্র অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রা (যুক্তরাষ্ট্র ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো এবং ইয়েন) দিয়ে হিসাব খুলতে পারতেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, এবার তারা অন্যান্য ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায়ও হিসাব খুলতে পারবেন, যা দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা অনুমোদিত ও ব্যবহারযোগ্য বিদেশি মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব খুলতে পারবেন। এসব হিসাবের বিপরীতে সুদের হার নির্ধারণে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর্থিক খাতের বিশ্লেষকেরা বলছেন, যারা বিদেশে আছেন তারা তাদের নিজস্ব মুদ্রায় সঞ্চয় করতে আগ্রহী। বাজারভিত্তিক সুদ হার নির্ধারণের ফলে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী সুদের হার ঠিক করতে পারবে। ফলে প্রবাসীদের সঞ্চয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে