ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ই'সরায়েলি হা'মলায় ফিলিস্তিনি শিল্পী নিহ'ত

২০২৫ এপ্রিল ১৪ ১৯:১১:৫০
ই'সরায়েলি হা'মলায় ফিলিস্তিনি শিল্পী নিহ'ত

ডুয়া ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ জাউরুব। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

গাজার নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন খালেদ। ২০১৫ সালে শিশুদের অধিকারবিষয়ক একটি সশস্ত্র সংঘাত নিয়ে চিত্রাঙ্কনের জন্য তিনি 'আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস' পুরস্কারে ভূষিত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পশ্চিমাঞ্চলে স্যান্ড বিচ রিসোর্টের কাছে পরিবারের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানলে তিনি নিহত হন।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের খুজা'আ এলাকায় ইসরায়েলি বাহিনীর এক হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের স্থানীয় ইউরোপীয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাফাহ উপকূলে এক জেলে ইসরায়েলি গুলিতে আহত হয়েছেন। একইসঙ্গে রাফার উত্তরাঞ্চলে আরও কয়েকটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা জানায়, পশ্চিম তীরে আল-ইয়ামুন শহর থেকে দুজন, সেবাস্তিয়া শহর থেকে আরও দুজন, নাবলুসের আসকার আল-জাদিদ শরণার্থী শিবির থেকে একজন এবং বেইত জালা শহর থেকে আরেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

এদিকে ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পাওয়া নয়জন ফিলিস্তিনি বন্দী সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে