ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হজ এজেন্সির অবহেলায় শঙ্কায় ১৩৫৮ যাত্রী

২০২৫ এপ্রিল ১৪ ১৮:০৬:০৬
হজ এজেন্সির অবহেলায় শঙ্কায় ১৩৫৮ যাত্রী

ডুয়া ডেস্ক : মক্কা ও মদিনায় এখনো বাড়িভাড়া সম্পন্ন হয়নি ১ হাজার ৩৫৮ জন হজগমনেচ্ছুর। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একাধিক তাগাদা সত্ত্বেও কিছু এজেন্সির গাফিলতির কারণে এ বছর এসব হজযাত্রীর সৌদি যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় জানায়, সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

তিনি বলেন, "আমরা বারবার তাগাদা দেওয়ার পরেও কিছু এজেন্সি হজযাত্রীদের বাসাবাড়ির ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এতে তাদের হজযাত্রা অনিশ্চয়তায় পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়ার কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

হজযাত্রীদের আবাসন ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে পরিবার ও স্বজনদের মধ্যেও। অনেকে দাবি করেছেন, এজেন্সির দায়িত্বহীন আচরণে তারা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

জানা গেছে, এবছর ৭০টি লিড এজেন্সির অধীনে আরো ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি শেষ করার সময় নির্ধারিত ছিল। সৌদি সরকার পরে পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া করার জন্য গত ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়।

ওই সময়ের মধ্যে যেসব এজেন্সি পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া শেষ করতে পারেনি, তাদের জন্য আরো ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে চুক্তি করার জন্য সময় বাড়ানো হয়।

তবে সৌদি সরকার গতকাল রবিবার (১৩ এপ্রিল) তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার অপশন বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তানসিয়া প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার সভা করে, চিঠি দিয়ে এবং মোবাইল ফোনে মেসেজ দিয়ে এজেন্সিগুলোকে অনুরোধ করার পরেও ২০টি লিড এজেন্সি মক্কায় এক হাজার ২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করেনি।

এ অবস্থায় ২০টি লিড এজেন্সিকে মক্কায় অবশিষ্ট এক হাজার ২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার প্রক্রিয়া আজ রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মন্ত্রণালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: সৌদি হজ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে