ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কিংবদন্তি অভিনেতা মান্নার জন্মদিন আজ

২০২৫ এপ্রিল ১৪ ১৭:৪৩:১৮
কিংবদন্তি অভিনেতা মান্নার জন্মদিন আজ

ডুয়া নিউজ: আজ বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন। দেশের তুমুল জনপ্রিয় এই নায়ক আজ বেঁচে থাকলে তিনি ৬১ বছরে পা দিতেন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই তুমুল জনপ্রিয় অভিনেতা।

মান্না ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পাগলি’। এরপর থেকেই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

সামাজিক, রোমান্টিক ও অ্যাকশন—তিনটি ধরণেই সমান দক্ষতায় অভিনয় করেছেন মান্না। তার অভিনীত 'ত্রাস', ‘সিপাহী’, ‘অমর’, ‘আম্মাজান’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’সহ বহু চলচ্চিত্র দর্শকদের কাছে এখনো প্রিয়। বিশেষ করে কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' ছবিটি ও তার গান আজও দর্শকদের আবেগ ছুঁয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজও মান্নার সিনেমার দৃশ্য কিংবা সংলাপ ভাইরাল হয়, যা প্রমাণ করে তিনি আজও মানুষের মনে কতটা জায়গা করে আছেন।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে তার জন্মস্থান কালিহাতীর কৈতলা গ্রামে সমাহিত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর