ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভারত

আইন বদলে গুঁ’ড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

২০২৫ এপ্রিল ১৪ ১৭:২৭:৩৩
আইন বদলে গুঁ’ড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারতে ব্যাপকহারে বেড়েছে মুসলমানদের প্রতি অত্যাচার ও সহিংসতা। রাষ্ট্রীয়ভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বলে দেশটির বাম ও উদারপন্থীদের অভিমত।

এবার আইন সংশোধনীর পর ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ৩০ বছর আগে নির্মিত ওই মাদ্রাসাটিকে ‘অবৈধ’ ঘোষণা করে ভাঙা হয়েছে।

দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

সংবাদমাধ্যমের তথ্যমতে, মাদ্রাসাটি গত ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ পরিচালিত হয়ে আসছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ শাখার সভাপতি ভিডি শর্মার অভিযোগের পর মাদ্রাসা পরিচালকদের নামে নোটিশ জারি করা হয়।

মাদ্রাসাটির পরিচালক দাবি করেছেন, “তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন। তবে, পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে।”

তবে ওয়াকফ আইনের সংশোধনীর পর ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে