ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ১৪ ১৬:৩৪:০৪
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ডুয়া ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা আজ রাত থেকে কার্যকর হচ্ছে। সরকার সদ্য জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, এ বছর ১৪ এপ্রিল মধ্যরাত থেকেই এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

প্রজননকালীন সময় হওয়ায় এই সময়ে সমুদ্রের মাছ, বিশেষ করে ইলিশ, উপকূলীয় অঞ্চলে ডিম ছাড়ে। অতিরিক্ত মাছ ধরার কারণে প্রজনন ব্যাহত হয়, যা পরবর্তী সময়ে মাছের উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। ২০১৫ সাল থেকে এই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই সরকার প্রতি বছর এ সময়টিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে।

পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই নিষেধাজ্ঞার মাধ্যমে সামুদ্রিক মাছ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায় এবং প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি ঘটে। ভারত ও বাংলাদেশের এই যৌথ উদ্যোগ বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে উপকূলীয় জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময়ে তাদের জীবনধারন কঠিন হয়ে পড়ে। একজন জেলে জানান, “নিষেধাজ্ঞা এলেই কাজ বন্ধ। সরকার চাল দেয় বললেও সবাই পায় না, আর যারা পায় তাদের মধ্যেও অনিয়ম আছে।”

স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলোর অভিযোগ, সহায়তার তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও অনিয়ম দেখা যায়। প্রকৃত জেলে বাদ পড়ে যান, আর সুবিধা পান প্রভাবশালীরা।

বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা একটি সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ। তবে এর সুফল পেতে হলে জেলেদের সঠিক তালিকাভুক্তি, নিয়মিত খাদ্য সহায়তা এবং বিকল্প জীবিকায় যুক্ত হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

এ বছর বাংলাদেশে নিষেধাজ্ঞা চলছে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত আর ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১৪ জুন পর্যন্ত। ফলে এই সময়ে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল মাছ ধরা থেকে মুক্ত থাকবে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও টেকসই মৎস্য উৎপাদনের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখলে পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন ২০-২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সাগর বিশ্রাম নিচ্ছে—এই সময়টায় উপকূলবাসীর মনেও দরকার কিছুটা প্রশান্তি, যাতে তারা টিকে থাকতে পারে পরবর্তী মৌসুম পর্যন্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে