ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ

২০২৫ এপ্রিল ১৪ ১৬:১৪:৫০
ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ

ডুয়া ডেস্ক: আলজেরিয়া সরকার দেশটিতে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ১২ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সোমবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন ফ্রান্সের জনপ্রিয় গণমাধ্যম লে ফিগারো-কে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজুরনে জানান, ফ্রান্সের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে সন্দেহভাজন তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতারের জেরে আলজেরিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম-এর প্রতিবেদন অনুযায়ী, আলজেরিয়ার এই পদক্ষেপকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছেন সেজুরনে। তিনি বলেন, আলজেরিয়ার এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে, ফ্রান্সও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

গত এপ্রিলে ফ্রান্সের প্রসিকিউটররা প্যারিসের শহরতলিতে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত আলজেরীয় বিরোধী নেতা আমির বোখোরসকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন কনস্যুলার কর্মকর্তা রয়েছেন।

‘আমির ডিজেড’ নামে টিকটকে পরিচিত বোখোরস ২০১৬ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন এবং ২০২৩ সালে তিনি রাজনৈতিক আশ্রয় পান। তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি। তার আইনজীবী জানান, ২০২৪ সালের এপ্রিলে তিনি অপহৃত হন এবং পরদিন ছাড়া পান।

আলজেরিয়া সরকার বোখোরসকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছে। তার বিরুদ্ধে জালিয়াতি ও সন্ত্রাস সংশ্লিষ্ট অপরাধে ৯টি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

দুই দেশের মধ্যকার সম্পর্ক এমনিতেই জটিল। ফ্রান্সের উপনিবেশ শাসনের ইতিহাসের প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক উদ্যোগগুলোর মাঝে এ ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আলজেরিয়ার দাবি, এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্যই হলো দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নস্যাৎ করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে