ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কারাগারে বন্দিদের জন্য পান্তা-ইলিশের আয়োজন

২০২৫ এপ্রিল ১৪ ১৫:৫৭:০৯
কারাগারে বন্দিদের জন্য পান্তা-ইলিশের আয়োজন

ডুয়া ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের ভোজ। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে এই বিশেষ আয়োজন করা হয় কারা অধিদপ্তরের নির্দেশনায়। প্রায় পাঁচ হাজার বন্দির ইলিশের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়েছে ২৫০ কেজি ইলিশ মাছ।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু সকালের খাবারেই নয়, দুপুরে বন্দিদের পরিবেশন করা হবে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি এবং মিষ্টান্ন।

উৎসবমুখর পরিবেশে বন্দিদের জন্য ছিল সাংস্কৃতিক আয়োজনও। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন কারাবন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের সংগীতশিল্পীরাও। গান, আবৃত্তি ও নানা পরিবেশনায় কারাগারজুড়ে বইছিল উৎসবের আমেজ।

জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কারা অধিদপ্তর ১০ এপ্রিল দেশের সব কারাগারে উন্নতমানের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নির্দেশনা দেয়। এই নির্দেশনার আলোকে সকালে ইলিশ-পান্তা এবং দুপুরে পোলাও-মাংসের আয়োজনসহ সার্বিক আয়োজন করা হয়।

এই ব্যতিক্রমী উদ্যোগে বন্দিরা যেমন একদিনের জন্য হলেও আনন্দ ও উৎসবের স্বাদ পাচ্ছেন, তেমনি কারাগারের পরিবেশ হয়ে উঠেছে আরও মানবিক ও প্রাণবন্ত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর