ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ সৌদি আরবের

২০২৫ এপ্রিল ১৪ ১৫:৩৮:২১
মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ সৌদি আরবের

ডুয়া ডেস্ক: আসন্ন হজ উপলক্ষে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে শুধুমাত্র বৈধ হজ অনুমতিপত্র থাকা ব্যক্তিরাই মক্কায় প্রবেশের অনুমতি পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৩ এপ্রিল থেকে প্রবাসী কর্মীরা যদি হজ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করেন তবে আল-শুমাইসি চেকপয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের ইকামা (আবাসিক অনুমতি) মক্কা শহর থেকে ইস্যু হয়েছে এই নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু তাদেরই মক্কায় অবস্থানের অনুমতি দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কার ঠিকানা রয়েছে। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হবে বলে আশা করছে দেশটির সরকার। এ বছর প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে ধারণা করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: হজ মক্কা

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে