ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ব্যাংক জালিয়াতির অভিযোগে ভারতীয় আসামি গ্রেপ্তার বেলজিয়ামে

২০২৫ এপ্রিল ১৪ ১৫:৩৬:৩১
ব্যাংক জালিয়াতির অভিযোগে ভারতীয় আসামি গ্রেপ্তার বেলজিয়ামে

ডুয়া ডেস্ক : ভারতের বহুল আলোচিত ব্যাংক জালিয়াতি মামলার পলাতক আসামি মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর এক সূত্র জানায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) সঙ্গে বিশাল অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল চোকসির। সাত বছর পর তার গ্রেপ্তারের খবরে বড় অগ্রগতি হলো মামলাটিতে।

ভারত সরকার ইতোমধ্যেই চোকসিকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি হস্তান্তর অনুরোধ পাঠিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, চোকসি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইনি চ্যালেঞ্জ জানাতে পারেন।

২০১৮ সালে মুম্বাইয়ের একটি শাখায় পিএনবি প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি জালিয়াতি চক্রের সন্ধান পায়। এই মামলায় অভিযুক্ত হন মেহুল চোকসি, তার ভাগ্নে নীরভ মোদী এবং চোকসির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গীতাঞ্জলি জেমস’-এর কয়েকজন কর্মকর্তা। ফেডারেল ইনভেস্টিগেশন সংস্থা এদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করে।

চোকসি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৮ সালের একটি চিঠিতে তিনি দাবি করেছিলেন, তদন্ত সংস্থাগুলো ন্যায়বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, তার মক্কেল বর্তমানে অসুস্থ এবং ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। সে কারণে তার মুক্তির আবেদন করা হবে।

উল্লেখ্য, একই মামলার আরেক অভিযুক্ত নীরভ মোদী ২০১৮ সালেই ভারত ছেড়ে পালান এবং ২০১৯ সালে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি সেখানেই হেফাজতে রয়েছেন।

চোকসি বেলজিয়ামের এন্টওয়ার্প শহরে প্রায়ই যাতায়াত করতেন, যা হীরা ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। মুম্বাইয়ের হীরা ব্যবসায়ীদের মতে, স্থানীয় পরিচিতদের কারণে এন্টওয়ার্প তার জন্য ‘নিরাপদ আশ্রয়স্থল’ ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে