ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘মার্চ ফর ইউনূস’র ডাক

২০২৫ এপ্রিল ১৪ ১৩:০৯:০৮
‘মার্চ ফর ইউনূস’র ডাক

ডুয়া ডেস্ক: ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বহাল রাখার দাবিতে এবার ‘মার্চ ফর ইউনূস’-এর ডাক দিয়েছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা। ‘সংস্কার আগে, নির্বাচন পরে’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ব্যানার।

ব্যানারে ঘোষণা করা হয়, সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রেসক্লাবের নিচে আয়োজিত হবে মানববন্ধন, যেখানে অংশ নেবেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।

ব্যানারের সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, “আওয়াজ উঠিয়ে বুক পেতে যারা মরে গিয়েছিল সেই ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই’ স্লোগান থেকে শুরু হয়ে একদফা পর্যন্ত যে গণআন্দোলনের সৃষ্টি হয়েছিল — সেই চেতনা ফিরিয়ে আনতেই আবার রাজপথে নামছে ছাত্রজনতা। এবার শুরু হবে নারায়ণগঞ্জ থেকে, গন্তব্য একদফা।”

ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, “লক্ষ্য দুইটা স্পষ্ট — সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সংস্কার না হওয়া পর্যন্ত সরকার রক্ষা করতে হবে। আসিফ, নাহিদ কিংবা অন্য কারও সার্ভিস দরকার নেই — আমাদের একটাই দাবি ড. ইউনূসকে বহাল রাখা হোক। স্বৈরাচার মানি নাই, মানব না। এই দেশ আমরা উদ্ধার করেছি, আমরাই আগলে রাখবো।”

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিরপেক্ষ রোডম্যাপের দাবি উঠেছে। অনেকেই এই পরিস্থিতিকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরকারের পূর্ণ মেয়াদ পূরণের পক্ষে জোরালো মতামত উঠে এসেছে। এবার সেই দাবিকে সামনে রেখে সরাসরি মাঠে নামছে নারায়ণগঞ্জের ছাত্রজনতা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে