ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লাখ রুপি জরিমানা

২০২৫ এপ্রিল ১৪ ১৩:০৯:১৪
দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লাখ রুপি জরিমানা

ডুয়া ডেস্ক : আইপিএলে চলতি মৌসুমে প্রথমবার হার দেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে শুধু হারের হতাশাই নয়, ম্যাচ শেষে আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে দলটির অধিনায়ক অক্ষর প্যাটেলকে। স্লো ওভার-রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে।

মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় আর বাড়েনি তার শাস্তি।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে না পারায় এ শাস্তি পেয়েছেন অক্ষর। তবে মৌসুমে প্রথমবার এ অপরাধ করায় আপাতত অর্থদণ্ডেই থেমেছে শাস্তি।

আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রথমবার ওভার-রেট লঙ্ঘন করলে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দিল্লির পঞ্চম ম্যাচে এসে সেই নিয়মের খড়গ নেমে আসে অক্ষরের ওপর।

উল্লেখ্য, চলতি মৌসুমে এর আগেও একই অপরাধে জরিমানার মুখে পড়েছেন আরও কয়েকজন তারকা খেলোয়াড়—মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার, এবং রাজস্থান রয়্যালসের রায়ান পরাগ ও সঞ্জু স্যামসন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে