ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বৈশাখী উৎসবে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস

২০২৫ এপ্রিল ১৪ ১২:৫৬:০৮
বৈশাখী উৎসবে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস

ডুয়া ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে চলছে উৎসবের আমেজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। চারুকলার শোভাযাত্রা ঘিরে বর্ণিল এই উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু, তরুণ, যুবক, এমনকি বয়স্করাও অংশ নিচ্ছেন এই আনন্দঘন আয়োজনে।

দেশীয় নাগরিকদের পাশাপাশি নববর্ষের এই আয়োজনে শামিল হয়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পর্যটকরাও।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জাপান, ফ্রান্স, রাশিয়া ও জার্মানিসহ আরও কয়েকটি দেশের অতিথিরা।

কারও গলায় বাঁশি, কেউবা বাঙালিয়ানায় লাল-সাদা সাজে রঙিন, মুখে হাসি আর চোখে মুগ্ধতা—সব মিলিয়ে এক ভিন্ন মাত্রা পেয়েছে এবারের বর্ষবরণ।

রাশিয়া থেকে আসা এক পর্যটক বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে অসাধারণ কালচারাল এক্সপেরিয়েন্স। শুভ নববর্ষ।”

এক ফরাসি নাগরিক জানান, “বাঙালি সংস্কৃতির এমন উদযাপন দেখে আমি অভিভূত। অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ।”

শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণির মানুষ। এবারকার আনন্দ শোভাযাত্রায় ছিল ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ ও ৭টি ছোট মোটিফ—যা বর্ণে ও সৃষ্টিতে ফুটিয়ে তুলেছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে