ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নববর্ষের শুভেচ্ছা জানালেন মাঠের তারকারা

২০২৫ এপ্রিল ১৪ ১২:৩৭:৩৬
নববর্ষের শুভেচ্ছা জানালেন মাঠের তারকারা

ডুয়া ডেস্ক: আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২ সালের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। চিরায়ত সংস্কৃতির ধারায় নানা আয়োজনে মুখর বাংলাদেশ। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, "আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।"

এদিকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নববর্ষ উপলক্ষে সতীর্থদের সঙ্গে একটি র‍্যালির ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, "শুভ নববর্ষ। পহেলা বৈশাখ।" সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শুভেচবার তালিকায় ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। নিজেদের অফিসিয়াল পেইজে জামাল ভূঁইয়ার সেই ছবিটি পোস্ট করে ফিফা লিখেছে, "আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।" ফিফার এই পোস্ট শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মনও।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ আর সাফল্য—এমনটাই কামনা তারকাদের শুভেচ্ছাবার্তায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে